Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০২৫

কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি পরিচিতি

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবদান অনস্বীকার্য। কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়্যার ও নেটওয়ার্ক সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে নিজেদের আত্মনিয়োগ করে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে এই টেকনোলজির শিক্ষার্থীরা দেশে একটি প্রযুক্তিনির্ভর অর্থনীতির ভিত্তি রচনা করছে।

 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন একটি টেকনোলজি যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব ও অ্যাপ্লিকেশন তৈরি সহ আধুনিক কম্পিউটারভিত্তিক দক্ষতা শেখানো হয়। কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়্যার, প্রোগ্রামিং, ডেটাবেইজ, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিংসহ আধুনিক তথ্যপ্রযুক্তির ওপর ভিত্তি করে এই টেকনোলজিতে দক্ষ জনশক্তি তৈরি করে থাকে। 

 

আসন সংখ্যা ও ভর্তি তথ্য:

 

  • প্রতি বছর ২ শিফটে (সকাল ও বিকাল) মোট ১০০ জন শিক্ষার্থী (প্রতি শিফটে ৫০ জন) ভর্তি হওয়ার সুযোগ পায়।
  • ভর্তির যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হয়।

 

সুবিধা ও গুরুত্ব:

 

  • সফটওয়্যার, হার্ডওয়্যার ও আইটি খাতে দক্ষতা অর্জন
  • ফ্রিল্যান্সিং ও স্টার্টআপে কাজের সুযোগ
  • আউটসোর্সিং ও রিমোট জব সুবিধা
  • সরকার ও বেসরকারি উভয় খাতে কাজের ক্ষেত্র

 

চাকরির সুযোগ:

 

  • সফটওয়্যার কোম্পানি
  • ব্যাঙ্ক, মোবাইল কোম্পানি, আইটি ফার্ম
  • সরকারি বিভিন্ন বিভাগে কম্পিউটার অপারেটর
  • ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার